সূর্যগ্রহণ বিরল মহাজাগতিক দৃশ্য। এ বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আজ ৮ এপ্রিল। এই ঘটনার সাক্ষী থাকবেন কোটি কোটি মানুষ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা অতিক্রম করবে এটি। পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এ পূর্ণ সূর্যগ্রহণ।
Advertisement
অনেকেই এই গ্রহণ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল সহ আশপাশের অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখা না গেলেও চাইলে নাসার ওয়েবসাইট থেকে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন। ফলে সূর্যগ্রহণ দেখতে আগ্রহী ব্যক্তিরা সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন।
সূর্যগ্রহণের ঘটনাটি সরাসরি সম্প্রচার করবে নাসা। ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাসা এ ঘটনা লাইভ সম্প্রচার করবে। অর্থাৎ বাংলাদেশ থেকে ৮ এপ্রিল রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত দেখা যাবে এই দৃশ্য। এ ঘটনার লাইভ স্ট্রিম নাসার ইউটিউব চ্যানেলে ও নাসাপ্লাস ওয়েবসাইটে সম্প্রচার করবে।
এছাড়া একাধিক উপায় রয়েছে যার মাধ্যমে সূর্যগ্রহণ দেখতে পারবেন। ঘরে বসেই স্মার্টফোনের বিভিন্ন অ্যাপে দেখতে পারবেন সূর্যগ্রহণ। জেনে নিন এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে। যেগুলোতে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন সূর্যগ্রহণ দেখতে পাবেন।
Advertisement
আরও পড়ুন
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে যা করবেনসোলার এক্লিপস টাইমার অ্যাপসূর্যগ্রহণের জন্য একটি বিশেষ অ্যাপ রয়েছে যার নাম সোলার এক্লিপস টাইমার অ্যাপ। এখানেও নজর রাখতে পারেন। এই অ্যাপে অডিবেল কাউন্টডাউন, সেফটি রিমাইন্ডার এলার্ট পাওয়া যায়। এখানে টু ট্যাপ সেটআপ নামে একটি অপশন আছে। যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াও সূর্যগ্রহণ দেখতে পাবেন। প্রত্যন্ত অঞ্চল থেকেও অ্যাপটিতে সূর্যগ্রহণ দেখা যাবে।
টোটাল সোলার এক্লিপস অ্যাপমহাকাশ সংস্থা নাসার বানানো এই অ্যাপ। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর দু’জায়গা থেকেই ডাউনলোড করতে পারবেন এটি। টোটাল সোলার এক্লিপস অ্যাপে একাধিক ফিচার্স রয়েছে। এতে একাধিক এডুকেশন প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং করা যায়। পাশাপাশি সূর্যগ্রহণও দেখা যাবে। এই সংক্রান্ত একটি ভিডিও লাইব্রেরি রয়েছে অ্যাপে। এখানে ব্যবহারকারী পরবর্তী ইভেন্টের জন্য রিমাইন্ডারও সেট করতে পারেন।
টাইমঅ্যান্ডডেট ডট কমবহুল প্রচলিত এই ওয়েবসাইটে বিভিন্ন মহাজাগতিক দৃশ্য এবং তার দিনক্ষণ জানা যায়। এরই মধ্যে ৮ এপ্রিল হওয়া সূর্যগ্রহণের বিষয়টি ওয়েবসাইটে উল্লেখ করেছে সংস্থা। পাশাপাশি এই ঘটনা কখন ঘটবে, কোন কোন দেশে দেখা যাবে, শ্যাডো সংক্রান্ত তথ্য ইত্যাদি জানানো হয়েছে। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখার জন্য এই অ্যাপে নজর রাখতে পারেন।
Advertisement
স্মার্টফোনে সূর্যগ্রহণ দেখার আরও একটি অ্যাপ। এখানে এই ধরনের মহাজাগতিক দৃশ্যের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর দু’জায়গা থেকেই ডাউনলোড করা যাবে। রয়েছে কাউন্ট ডাউন, রিমাইন্ডার এবং ম্যাপ ফিচার।
আরও পড়ুন
গণিতের সহজ সমাধান পাবেন যে অ্যাপে ফোনে স্ক্রিন প্রোটেক্টর লাগানো ভালো নাকি খারাপ?সূত্র: গ্যাজেটস নাও
কেএসকে/জেআইএম