অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন হাল ধরেছেন ব্যাটসম্যান জয়রাজ শেখ। টপ অর্ডারে দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন ঢাকার ক্রিকেটে শীর্ষস্থানীয় দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। এ লিগে ভালো খেলতে পারলে আগামীতে আরও বড় সুযোগ আসবে বলেও জানান তিনি। তবে এটাকে চাপ নয়, অনুপ্রেরণা হিসাবে নিয়েই আগাতে চান এ তরুণ।রোববার সকালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে নামেন জয়রাজ। এ সময় তিনি বলেন, ‘আমাদের মতো তরুণ ক্রিকেটারদের জন্য এটা একটি বড় সুযোগ। সামনে বাংলাদেশ এ দলের অনেক খেলা আছে। সেখানে সুযোগ করে নিতে এই টুর্নামেন্ট অনেক ভূমিকা রাখবে। সুযোগ পেতে এই টুর্নামেন্টে ভালো করতেই হবে। এটা আমার জন্য চাপ নয়, অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’শুধু তাই নয়, দলের সিনিয়র খেলোয়াড়রাও তাকে বলেছেন চাপ না নিয়ে খেলতে। তাই নিজের স্বাভাবিক খেলাই খেলতে চান এ নবীন।‘রিয়াদ ভাই আমাকে কোন দায়িত্ব তুলে দেয়নি। তিনি বলেছেন নিজের খেলাটাই খেলতে। বাড়তি কোন কিছু করার প্রয়োজন নেই। আমাদের উপরে কোন চাপ নেই। কেননা উপরেতো সিনিয়র ব্যাটসম্যানরা রয়েছেনই।’আলাদাভাবে কোন লক্ষ্য না থাকলেও ভালো ব্যাটিং করতে চান জয়রাজ। ভালো ব্যাটিং করেই ক্লাব কর্মকর্তাদের ভরসার প্রতিদান দিতে চান তিনি।‘আলাদা ভাবে আমি কোন লক্ষ্য স্থির করিনি। চেষ্টা থাকবে নিজের স্বাভাবিক খেলাটাই খেলার। ভালো ব্যাটিং করতে চাই এতোটুকুই লক্ষ্য। এরপর ভালো ব্যাটিং করতে পারলে এমনিতেই রান বাড়তে থাকবে। ক্লাব আমার উপর ভরসা রেখেছে বলেই আমাকে দলে নিয়েছে। চেষ্টা করবো তাদের প্রত্যাশা পূরণ করার।’আরটি/আইএইচএস/এবিএস
Advertisement