দেশজুড়ে

সিলেটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে প্রশাসন

ঈদুল ফিতরের ছুটিতে সিলেটের জাফলংয়ে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কর্মশালা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টায় জাফলং ভিউ রেস্টুরেন্টে গোয়াইনঘাট উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আয়োজনে এ কর্মশালা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

Advertisement

সভায় তিনি বলেন, পর্যটনকেন্দ্র জাফলংসহ গোয়াইনঘাটের সব পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা ও তাদের ভ্রমণ নির্বিঘ্নে করতে উপজেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন সেজন্য উপজেলা প্রশাসন সোচ্চার থাকবে। তাদের নিরাপত্তার স্বার্থে ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিনগুলোতে প্রশাসনের বিভিন্ন টিম মাঠে নিযুক্ত থাকবে।

ইউএনও আরও বলেন, পর্যটনকেন্দ্রে সব প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গোয়াইনঘাট থানা, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন যৌথভাবে কাজ করবে।

গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হকের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

Advertisement

জেএএইচ/জেডএইচ/