কোনো রকমের ভোগান্তি ছাড়াই বঙ্গবন্ধু সেতু পশ্চিম দিয়ে স্বস্তিতে পারাপার হচ্ছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট।
Advertisement
রোববার (৭ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ চিত্র দেখা যায়।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জাগো নিউজকে জানান, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর দুই প্রান্তের টোল প্লাজায় ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে। যা স্বাভাবিক সময়ে ছিল ১২টি। এতে ভোগান্তিহীনভাবে সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৮৪টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে। স্বাভাবিক সময়ে এ সংখ্যা ছিল ১৫-২০ হাজার।
Advertisement
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জাগো নিউজকে বলেন, সারাদিন যানবাহনের চাপ যেমনই হোক না কেন, সকাল ও বিকেলে এর তীব্রতা বেড়ে যায়। তবে এবার স্বস্তিতেই সবাই বাড়ি ফিরতে পারছেন।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের ৭০৩ ও হাইওয়ে পুলিশের ১৫০ জন সদস্য কাজ করছেন।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, বিগত বছরগুলোতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে হাটিকুমরুল ২২ কিলোমিটার পর্যন্ত যানজট লেগেই থাকতো। সেই চিত্র আর নেই। ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট।
এম এ মালেক/এসআর/জেআইএম
Advertisement