বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালানোর কথা জানিয়েছে চীন। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র-জাপান-ফিলিপাইন ও অস্ট্রেলিয়া যৌথ মহড়া চালানোর ঘোষণা দেয়।
Advertisement
বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান কমব্যাট পেট্রলের আয়োজন করেছে।
আরও পড়ুন>
শি-বাইডেনের ফোনালাপ, তাইওয়ান নিয়ে কড়া বার্তা বেইজিংয়ের তাইওয়ানের চারপাশে ঘুরছে চীনের ৩০টি সামরিক বিমানএক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ চীন সাগরের যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Advertisement
রোববার (৭ এপ্রিল) চীন নিজেরদের অন্য সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানায়নি।
ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এসব মহড়ার খবর এল।
সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। কারণ চীনের আগ্রাসন থেকে ফিলিপাইনকে রক্ষার ঘোষণা দিয়েছে ফিলিপাইন।
সূত্র: এএফপি
Advertisement
এমএসএম