দোয়া বা প্রার্থনা নিয়ে মানুষের চিন্তা ফিকিরের শেষ নেই। উদ্দেশ্য হলো- বান্দার চাওয়া-পাওয়া পরিপূর্ণ হওয়া। তাই দোয়া করার আদবগুলোর সঙ্গে সঙ্গে যে সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া বা প্রার্থনা মঞ্জুর করেন, তা তুলে ধরা হলো-দোয়া কবুলের উত্তম সময়->> শেষ রাত্রির (রাত্রির তৃতীয় ভাগের) মধ্য ভাগ।>> লাইলাতুল ক্বদরের রাত্রি।>> পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর।>> আজান ও একামতের মধ্যবর্তী সময়ে।>> প্রত্যেক রাত্রের দিপ্রহরের পর।>> জুমার দিবসে আজানের পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। আবার কেউ কেউ বলেছেন তা হলো- আসরের শেষ সময়।>> বৃষ্টি বর্ষণের সময়।>> আল্লাহর পথে বেরিয়ে যুদ্ধের জন্য কাতারবন্দী হয়ে অগ্রসর হওয়ার সময়।>> পাঁচ ওয়াক্ত নামাজের আজানের সময়।>> বিয়ের আক্বদের সময়।>> ওজু অবস্থায় ঘুমিয়ে অতপর রাত্রিতে জাগ্রত হয়ে দোয়া করা।>> রমজান মাসে ইফতার ও সাহরির সময়।আল্লাহ তাআলা এ সময়গুলোতে দোয়া করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর
Advertisement