ধর্ম

রাগ নিয়ন্ত্রণকারীই বাহাদুর!

রাগ বা ক্রোধ মানুষের আমলসহ যাবতীয় কল্যাণকর কাজকে ধ্বংস করে দেয়। রাগের বশবতী হয়ে মানুষ অনেক অন্যায় কাজ করে বসে। তাইতো রাগ মানুষকে জাহান্নামের ইন্ধনে পরিণত করে। এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে রাগ নিয়ন্ত্রণ করতে জোর তাগিদ দিয়েছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস তুলে ধরা হলো-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নিশ্চয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘লড়াইয়ে ধরাশায়ী করা বাহাদুরী নয় বরং বাহাদুর সে, যে রাগের অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। (বুখারি ও মুসলিম)অন্য হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, ‘আমাকে উপদেশ দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বললেন, রাগ করো না। এভাবে ঐ ব্যক্তি কয়েকবার উপদেশ চাইলেন, আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, রাগ করো না। (বুখারি)আল্লাহ তাআলা মানুষকে রাগমুক্ত জীবন-যাপনের করার তাওফিক দান করুন। রাগ নিয়ন্ত্রণ করে জাহান্নামের ইন্ধন থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement