দেশজুড়ে

থানায় আসামি ছাড়িয়ে নিতে ওসিকে হেনস্তা, ইউপি চেয়ারম্যান আটক

থানায় আসামি ছাড়িয়ে নিতে ওসিকে হেনস্তা, ইউপি চেয়ারম্যান আটক

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ আটক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে ওসিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের হেনস্তার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

Advertisement

শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে থানার ভেতরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুরুজ্জামান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউপির চেয়ারম্যান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে উপজেলার মাঝিড়া বন্দর থেকে অভিযুক্ত নুরুজ্জামানসহ ৫ জনকে আটক করেছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশের ওসি শহীদুল ইসলাম।

তিনি বলেন, শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার আড়িয়া বাজার থেকে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা মিঠুনকে দুইটি বার্মিজ চাকুসহ আটক করা হয়। এর প্রায় ১ ঘণ্টা পর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান প্রায় অর্ধশত লোকজন নিয়ে থানায় প্রবেশ করে চাকুসহ আটক মিঠুনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। তাদের বাধা দিতে গেলে আমাকেসহ তিন পুলিশ সদস্যকে হেনস্তা করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে থানা থেকে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Advertisement

ওসি শহীদুল ইসলাম আরও বলেন, থানা থেকে ছত্রভঙ্গ হওয়ার পর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের নেতৃত্বে মাঝিড়া বন্দরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েতে থাকে। একপর্যায়ে সড়ক অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে নুরুজ্জামানসহ পাঁচজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মহাসড়ক থেকে পুলিশ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা শাজাহানপুর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এফএ/এমএস

Advertisement