আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির
নাগরিকদের সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। সোমবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯ দিন হবে। যদি ওইদিন শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরের দিন মঙ্গলবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। কিন্তু যদি সোমবার চাঁদ দেখা না যায়, তাহলে রমজান মাস ৩০ দিনের হবে ও বুধবার ঈদ পালিত হবে।
ইসরায়েলের লক্ষ্যে হামলার প্রস্তুতি ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা
Advertisement
সম্প্রতি সিরিয়ায় ইরানের কনস্যুলার ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত সাত সদস্য রয়েছেন। এ ঘটনার পরই ইরানের পক্ষ থেকে প্রতিশোধের হুমকি দেওয়া হয়। জানা গেছে, ইসরালের লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তেহরান। বলা হয়েছে, নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে।
গাজায় ১৯৬ ত্রাণকর্মী নিহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ
শুক্রবার (৫ এপ্রিল) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ১৯৬ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। আমরা প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। আমরা জানতে চাই, কেন ত্রাণকর্মীদের হত্যা করা হয়েছে।
ক্ষমতায় গেলে বিজেপি আমলের দুর্নীতির তদন্ত করবে কংগ্রেস
Advertisement
কেন্দ্রে ক্ষমতায় ফিরলেই বিজেপি আমলের সব দুর্নীতির তদন্ত হবে বলে নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করেছে কংগ্রেস। দলটির দাবি, মোদীর সময়ে বহু দুর্নীতির ওপর পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। সে সব পর্দা সরবে কংগ্রেস ক্ষমতায় ফিরলেই। কেন্দ্রে ক্ষমতায় এলে বিজেপি নেতৃত্বের সরকারের কার্যকালে নেওয়া নির্বাচনী বন্ডসহ নোটবন্দি, পেগাসাস, রাফায়েল চুক্তির মতো সিদ্ধান্তগুলোর তদন্ত করবে কংগ্রেস।
ফজরের সময় আল-আকসা থেকে ১৬ মুসল্লি গ্রেফতার
ফজরের নামাজের সময় উত্তেজনা সৃষ্টি ও হামাসপন্থি স্লোগান দেওয়ায় ইসরায়েলি পুুলিশ ১৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আঁতশবাজি ছোঁড়ার জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরা হয়েছে হামাসের সমর্থনে স্লোগান শুরু করায়।
সৌদি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
সৌদি আরবে তিন দিনের সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (৬ এপ্রিল) শাহবাজ দেশ ছাড়বেন। দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর। পাকিস্তানের ফরেন অফিস জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ৬ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সৌদি সফরে থাকবেন।
পাকিস্তানের ভেতরে ঢুকে ‘সন্ত্রাসীদের’ হত্যার হুমকি রাজনাথের
ভারতে হামলা চালিয়ে কোনো সস্ত্রাসী যদি পাকিস্তানে আশ্রয় নেয়, তাহলেও রেহাই পাবে না। প্রয়োজনে সীমান্তের ওপারে গিয়ে তাদের মারা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার একই সুর দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের গলাতেও। রাজনাথ বলেছেন, যদি সন্ত্রাসীরা হামলা চালিয়ে পাকিস্তানে পালিয়ে যায়, তাহলে আমরা তাদের হত্যা করার জন্য পাকিস্তানে ঢুকবো।
কলকাতায় শুধু একটি মসজিদের জন্য আরেক ‘হাওড়া ব্রিজ’
ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৮২৪ সালে মসজিদটি নির্মিত হয়। পরে লর্ড কার্জনের অধীনে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট পুরো এলাকা দখল করার পর তা সুন্দর করা এবং রাস্তা নির্মাণ ও বসবাসের জন্য এলাকার উন্নয়নের সিদ্ধান্ত নেয়। সেই পরিপ্রেক্ষিতে ১৯১১ সালে এ অঞ্চলে খনন করা হয় বিশাল জলাশয়। আর তার উপরেই ১৯২৬ সালে একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করে, যেটি দেখতে হবহু হাওড়া ব্রিজের মতো।
মহাকাশে ঘটতে যাচ্ছে তারার বিস্ফোরণ, জীবনে দেখা যাবে একবারই
মহাকাশের করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডল বা ‘নর্দান ক্রাউনে’র বাইনারি তারকা ব্যবস্থা খালি চোখে দেখতে সাধারণত খুবই ম্লান বা ছোট লাগে। তবে প্রতি ৮০ বছর বা এরকম সময়ের ব্যবধানে এ নক্ষত্রপুঞ্জের দুটি তারার মধ্যে স্থানচ্যুতি ঘটে। এ সময় বড় সংঘর্ষে জড়ায় তারা। সংঘটিত হয় বিশেষ ধরনের পারমাণবিক বিস্ফোরণ। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি কোনো একদিন পৃথিবী থেকে ৩ হাজার আলোকবর্ষ দূরে এই বিশাল তারকা বিস্ফোরণ ঘটতে চলেছে।
গাজায় ৬ মাসে লাখের বেশি হতাহত
গাজায় ইসরায়েলি হামলায় গত প্রায় ছয় মাসে এক লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন। জানা গেছে, ইসরায়েলের হামলায় অন্তত ৩৩ হাজার ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৭৫০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এসএএইচ/জেআইএম