এমনিতে সবাই তাকে ভদ্র খেলোয়াড় হিসেবেই চেনে। লিওনেল মেসির নামের সঙ্গে বিতর্ক শব্দটা খুব বেশি মানানসই নয়। তবে মেসি যে একদম কখনই রাগ করেন না, এমন নয়। ফুটবল মাঠে তাকে এর আগে মেজাজ গরম করতে দেখা গেছে। আর হিট অব দ্য মোমেন্টে সেটা হওয়াটাও অস্বাভাবিক নয়।
Advertisement
তবে এবার মাঠে নয়, মাঠের বাইরে মেজাজ হারিয়ে আলোচনায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরের বিপক্ষে ম্যাচে মেসি নাকি প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার-চেঁচামেচি করে এসেছেন!
মন্টেরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হেরে যায় ইন্টার মিয়ামি। চোট কাটিয়ে সেদিন মেসির খেলার কথা থাকলেও মাঠে নামতে পারেননি। গ্যালারিতে বসে তিনি দলের হার দেখেছেন। এরপরই শোনা গেলো, প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে ঝামেলা করে এসেছেন মেসি।
মেসি কেন এমন আচরণ করেছেন, সেটি এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, ম্যাচের আগে প্রতিপক্ষ মন্টেরে কোচ ফার্নান্দো অর্টিজের করা একটি মন্তব্যকে ঘিরেই সম্ভবত মেজাজ হারিয়েছেন মেসি।
Advertisement
মন্টেরে কোচ বলেছিলেন, ‘আমি আশা করি ছেলেরা বুঝবে যে, এটা আরেকটি খেলা। তারা বুঝবে যে, মেসিও শুধু আরেকজন খেলোয়াড়। তারপরে আসে অন্য সব জিনিস- রেফারি, কাঠামো, মানুষ... সবকিছু যা মেসির চারপাশে ঘটতে পারে। এটা মাঠ এবং বাইরের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারে।’
মূলত মন্টেরে কোচ আশঙ্কা প্রকাশ করেন, মেসির মতো ফুটবলার প্রতিপক্ষ দলে থাকায় রেফারির ভূমিকা প্রভাবিত হতে পারে। সেই মন্তব্যই সম্ভবত ভালোভাবে নেননি মেসি। যার ফলশ্রুতিতে তার বিতর্কিত আচরণ।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড জানিয়েছে, মেসির আচরণের পরিপ্রেক্ষিতে ইন্টার মায়ামির বিরুদ্ধে কনক্যাকাফে অভিযোগ দায়ের করেছে মন্টেরে। অভিযোগে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামও দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
এদিকে মেসির এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়তে হয় ইন্টার মিয়ামির সহকারী কোচ জাভি মোরালেসকে। তিনি অবশ্য ঘটনার সত্যতা সরাসরি অস্বীকারও করেননি। তবে কৌশলে তিনি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মাঠের মধ্যে কী ঘটেছে।’
Advertisement
পরে ইঙ্গিতে এই ঘটনার জন্য প্রতিপক্ষ কোচের মন্তব্যকেই দায়ী করেন মোরালেস। তিনি বলেন, ‘ফুটবলের বিশ্বে এটা কেমন ব্যাপার, তা আমরা জানি। সব ধরনের মতামতই তো আছে। যে যা বলে, তার জন্য সেই দায়ী।’
হ্যামস্ট্রিং ইনজুরিতে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে মাঠের বাইরে রয়েছেন মেসি। আগামীকাল রোববার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে কলোরাডোর বিপক্ষে নামবে ইন্টার মিয়ামি। এই ম্যাচে মাঠে দেখা যেতে পারে মেসিকে।
এরপর আগামী বুধবার মন্টেরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে ইন্টার মিয়ামি। মেসির এই কাণ্ডের পর সেই ম্যাচটিও বাড়তি উত্তেজনা ছড়াবে, আন্দাজ করাই যাচ্ছে।
সূত্র: ইএসপিএন, মিয়ামি হেরাল্ড
এমএমআর/জেআইএম