দেশের উত্তরাঞ্চলে সড়ক পথে ঈদযাত্রা শুরু হয়েছে। নাড়িরটানে ঘরমুখী মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছে। বাস ভাড়া নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে ভাড়ার তালিকা। অতিরিক্ত ভাড়া নিলেই নেওয়া হবে ব্যবস্থা।
Advertisement
এদিকে, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় টাঙিয়ে দেওয়া হয়েছে ভাড়ার তালিকা।
সরেজমিনে দেখা যায়, নবীনগর চন্দ্রা মহাসড়কে বাইপাইল ত্রিমোড়ের ফুটওভার ব্রিজে টানানো রয়েছে বাস ভাড়ার চার্ট। যেখানে উত্তরবঙ্গগামী বাস ভাড়ার তালিকা দেওয়া হয়েছে।
Advertisement
চার্টটি ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকা জেলা পুলিশের ট্রাফিক বিভাগ উত্তর প্রচার করেছেন। চার্টের অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
পোশাক শ্রমিক মশিউর ইসালাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশ ভালো উদ্যোগ নিয়েছে। যেভাবে বাস ভাড়ার চার্ট টানানো হয়েছে ও বিভিন্ন পরামর্শ দিয়েছেন এভাবে ভাড়া আদায় করলে আমরা উপকৃত হবো। পুলিশের পক্ষ থেকে যে পরামর্শ দেওয়া হয়েছে তা মেনে চললে সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবো।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সহযোগী হিসেবে কাজ করছে। এজন্য ভ্রাম্যমাণ আদালত রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদযাত্রায় মলম পার্টি, ছিনতাইয়ের বিষয়টি মাথায় রেখে প্রতিবছরের মতো এবারও জেলা, মেট্রোপলিটন পুলিশ অপরাধপ্রবণ জায়গায় অভিযান চালাচ্ছে।
Advertisement
মাহফুজুর রহমান নিপু/এএইচ/জেআইএম