‘রক্ত দিন, জীবন বাঁচান’ এই স্লোগানকে ধারণ করে বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান করেছে কুয়েতে প্রবাসী বাংলাদেশি তরুণরা।
Advertisement
কুয়েত ব্লাডব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় বাংলাদেশি কয়েকজন তরুণের উদ্যোগে ও কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাব সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে অংশ নিতে ডিউটি শেষে দেশটির বিভিন্ন স্থান থেকে উৎসুক প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন।
শুক্রবার (৫ এপ্রিল) স্থানীয় সময় কুয়েতের জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম। দিনভর রোজা রেখে ও ইফতার শেষ করে তারা চলে আসেন কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংক হসপিটালে, প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রক্ত দিতে আসা ফয়সাল ও আমির খলিফা বলেন, আমরা কুয়েত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সময় এর আগেও রক্ত দান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, কিন্তু এবার রোজার মধ্যে রক্তদানের মতো মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক খুশি, কারণ রোজার মাসে এর ফজিলত অনেক বেশি।
Advertisement
উদ্যোক্তাদের একজন জাহিদ হোসেন জনি বলেন, যখন আমি কুয়েতের মিডিয়ার মাধ্যমে জানতে পারি এদেশের ব্লাডব্যাংকগুলোতে রক্তের সঙ্কট, তখন থেকে সবার সাথে যোগাযোগ করি এবং সবার মাঝে আগ্রহ দেখি তাই সবাইকে নিয়ে আজকে আমরা রক্তদান করেছি। বিদেশে মাটিতে দেশের মান সমুন্নত করাই আমার মতো তরুণ প্রবাসীদের লক্ষ্য বলে মনে করি।
মানবতার সেবায় এ ধরনের কর্যক্রমে অন্যান্য প্রবাসীদেরও এগিয়ে আসা দরকার বলে মনে করেন স্বেচ্ছাসেবী প্রবাসী বাংলাদেশিরা।
এমআরএম/জেআইএম
Advertisement