মেঘনা নদীতে ডুবচরে আটকা পড়েছে লঞ্চ এমভি পারাবত-৯। শুক্রবার সকাল সাড়ে ৬টায় মেঘনা নদীর মোহনা মিয়ারচর এলাকায় ২ হাজার যাত্রী নিয়ে লঞ্চটি আটকা পড়ে।লঞ্চের মাস্টার কামরুল হাসান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ২ হাজার যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয় পারাবত-৯। ঘনকুয়াশার কারণে রাত ৩টার দিকে লঞ্চ মিয়ারচর এলাকায় নোঙর করে রাখা হয়।পরে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার চেষ্টা করলে দেখা যায় লঞ্চটি নদীর ডুবচরে আটক পড়েছে।বরিশাল বন্দর বিভাগের নৌ-নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানান, সকালে ভাটার কারণে নদীর পানি কমে যাওয়ায় লঞ্চটি চরে আটকা পড়েছে। তবে জোয়ারে পানি বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চটি নামানো সম্ভব হবে। লঞ্চের যাত্রীদের বিকল্প লঞ্চে করে বরিশালে নিয়ে আসার জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।
Advertisement