সাহিত্য

ঈশ্বরের হাত এবং অন্যান্য কবিতা

ঈশ্বরের হাত

Advertisement

বহুদিন কারো কাছে যাইনিসৌন্দর্যের অন্ধকারে লুকিয়ে থাকা ভূতআর সর্দারের গল্পে উথাল-পাথাল হৃদয়আমাকে কি সে কমজোর মনে করেআমি কি তার প্রথম প্রেমশরীরের কুমারী গন্ধ?স্নানের দুপুরে ফুটন্ত টগবগে জলমাড় ভাঙা ভাতআমি কি ব্যাকস্পেস চেপে সব ভুলে যাবো,না তাকে জানাবো?যে ঈশ্বরের হাত আমাকে পুষ্পমাল্য দিয়েছে—সেই হাতই আমাকে প্রতিষ্ঠিত করবে।

****

ক্ষতিপূরণ

Advertisement

আমাকে যে নম্র ও বিনয়ী হওয়ার উপদেশ দিয়েছিলেনআমি তাকে আজ আর শ্রদ্ধা করি নাভুল শিখিয়েছিলেন তিনিপৃথিবী, পৃথিবীর মানুষেরা ঔদ্ধত্যকে সমীহ করেনরমকে শাসনআমি কেন ঔদ্ধত্যপরায়ণ হলাম নাবড় আফসোস হয়বরাহনন্দনদের দেখে নিরীহ, অসহায় লাগে নিজেকেমনে হয় ভ্রান্ত দর্শনে জীবনের তেইশটা যে মেরে দিলো,তার কাছে গিয়ে একটা জীবন ক্ষতিপূরণ চাই।

****

ব্রহ্মচর্য

আমি তো অভিশাপ দিতে আসিনি, নিতে এসেছিআমাকে যারা গ্রহণ করেনি, গ্রহণ করবে নাতাদের মনের ভেতর বসেএকদিন মৃদু হেসে বলবো— আমাকে গ্রহণ করো বৈরাগ্য, গ্রহণ করো।

Advertisement

এসইউ/এমএস