আন্তর্জাতিক

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প: নিখোঁজদের উদ্ধারে অভিযান

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের পর এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চলছে অভিযান। গত বুধবার চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে সাত দশমিক দুই মাত্রার ভূকিম্প আঘাত হানে।

Advertisement

চীন থেকে বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলটির পাহাড়ি এলাকায় আঘাত হানা ভূমিকম্পটিতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি। পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়ায় একটি জাতীয় পার্কে আটকা পড়েন কয়েক শত।

আরও পড়ুন>

২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে এখনো নিখোঁজ শতাধিক তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত, আহত অর্ধশতাধিক

শুক্রবার (৫ এপ্রিল) তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে চারজন বিদেশি নাগরিক রয়েছেন।

Advertisement

স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টা ৫৮ মিনিটে ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানে।

ভূমিকম্পের পর পরই তাইওয়ান ও এর প্রতিবেশী দেশ জাপান, ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে ওই সতর্কতা তুলে নেওয়া হয়।

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল এবং রাজধানী তাইপেই ছাড়াও জাপানের দক্ষিণাঞ্চল, চীনের পূর্বাঞ্চল এবং ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ৩৪ দশমিক ৮ কিলোমিটার।

সূত্র: আল-জাজিরা

Advertisement

এমএসএম