দেশজুড়ে

কুড়িয়ে পাওয়া নবজাতককে কোলে নিলেন এসপি, দিলেন উপহার

কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের ওযুখানায় কুড়িয়ে পাওয়া নবজাতককে কোলে নিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

Advertisement

বৃহস্পতিবার (৪ এপ্রিল) তিনি তার মেয়েসহ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নবজাতক ছেলে শিশুকে কোলে তুলে নেন। এসময় তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে নবজাতকের জন্য প্রয়োজনীয় বিছানাপত্র ও জামাকাপড় উপহার দেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, রাতেই যখন ওই নবজাতক পাওয়ার সংবাদ পেয়েছি তখন থেকেই মনটা ছটফট করছে কখন সকাল হবে আর দেখতে যাবো। সকালে মেয়েকে সঙ্গে নিয়েই হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক ছেলে শিশুর জন্য প্রয়োজনীয় বিছানাপত্র ও জামাকাপড় নিয়ে দেখতে যাই। ডাক্তারা বলেছে শিশুটি সুস্থ রয়েছে। এরপরেও নবজাতকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর আদালতের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের অজুখানায় নবজাতকটিকে কেউ রেখে যায়৷ পরে তার কান্না শুনে স্থানীয়রা নবজাতক পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় স্থানীয়রা হোসেনপুর থানায় খবর দিলে পুলিশ ওই নবজাতককে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Advertisement

ইতোমধ্যে ওই নবজাতকে দত্তক নিতে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিড় করেছেন প্রায় ৫০ পরিবার। তাদের বেশিরভাগই নিঃসন্তান।

এছাড়াও নবজাতকের দেখতে হাসপাতালে এসেছেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, বর্তমানে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এসকে রাসেল/এএইচ/জিকেএস

Advertisement