খেলাধুলা

রাজ্জাকের নৈপূণ্যে কলাবাগানের বিশাল জয়

১১ ম্যাচে টানা হার। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বেই নিশ্চিত হয়ে গিয়েছিল ওল্ড ডিওএইচএসের অবনমন। রেলিগেশন লিগের প্রথম ম্যাচেও হেরেছে দলটি। বিকেএসপিতে কুয়াশার কারণে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্র জিতেছে ৮ উইকেটে। কলাবাগানের জয়ে সবচেয়ে বড় ভূমিকা আবদুর রাজ্জাকের। জাতীয় দলের এই বাঁহাতি স্পিনার ২০ রানে নিয়েছেন ৫ উইকেট। জাতীয় দলের আরেক বোলার শাহাদাত নিয়েছেন ৩ উইকেট। দুজনের যুগলবন্দীতে ২৯.১ ওভারেই ওল্ড ডিওএইচএস অলআউট ১১৫ রানে। জুপিটার ঘোষ ও শামসুর রহমানের উইকেট দুটি হারিয়ে ২৩.১ ওভারে জয় পেয়ে যায় কলাবাগান। সর্বোচ্চ ৪৬ রান করে অপরাজিত ছিলেন ওপেনার নাসিরউদ্দিন ফারুক।সংক্ষিপ্ত স্কোর :ওল্ড ডিওএইচএস: ২৯.১ ওভারে ১১৫ (নেহাদুজ্জামান ৩০, আল আমিন ২৭; রাজ্জাক ৫/২০, শাহাদাত ৩/২১)। কলাবাগান কেসি: ২৩.১ ওভারে ১১৬/২ (নাসিরউদ্দিন ৪৬*, শামসুর ২২; রায়হান ২/২৮)।ফল: কলাবাগান কেসি ৮ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: আবদুর রাজ্জাক।

Advertisement