দেশজুড়ে

থানচিতে যৌথ বাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলি

বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলি হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল থেকে মুন্নমপাড়া, আত্তাপাড়া সীমান্তবর্তী এলাকায় কেএনএফের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলি হয়। রাত সাড়ে ৮টার পর থানচিতে পুলিশের সঙ্গে গোলাগুলির তথ্য মিলেছে।

থানচি বাজার কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, এখনো গোলাগুলি চলছে বলে জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রায়হান কাজেমী।

Advertisement

আরও পড়ুন

কুকি-চিনের রক্তথাবায় বিপন্ন সবুজ পাহাড়‘কেএনএফ’র কাছে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে বাড়িছাড়া তরুণরা

রাত নয়টার দিকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, রাত সাড়ে আটটা থেকে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির তুমুল সংঘর্ষ চলছে।

পরে রাত সাড়ে নয়টার পর অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমি জানান, সাড়ে ৮টার দিকে কেএনএফ সদস্যরা দ্বিতীয়বারের মতো ব্যাংক লুটের চেষ্টা চালায়। এসময় পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবেশ এখন শান্ত রয়েছে।

Advertisement

নয়ন চক্রবর্তী/এএজেড/আরএইচ/জেআইএম