আইন-আদালত

খালেদার আবেদন খারিজ, পরবর্তী শুনানি ২৫ এপ্রিল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটি আবেদনই খারিজ করে দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ২৫ এপ্রিল (সোমবার) মামলার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।এর আগে রোববার সকালে আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে মামলায় পুলিশের তদন্ত ডায়ারি চেয়ে ও দুদকের তদন্ত কর্মকর্তা (সাবেক) হারুন-অর-রশিদের সাক্ষ্য পুনরায় গ্রহণের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।আদালত পুলিশের তদন্ত ডায়ারি চেয়ে আবেদন খারিজ করে দিয়ে হারুন-অর-রশিদের সাক্ষ্য পুনরায় গ্রহণ করার আবেদনের উপর শুনানি করেন। শুনানি শেষে এটাও খারিজ করে দেন।পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদনের উপর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল শুনানি করন।উল্লেখ্য, গত ৭ এপ্রিল মামলার দুই আসামি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন। সেদিন খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৭ এপ্রিল আত্মপক্ষের সমর্থন ও যুক্তি উপস্থাপনের জন্য বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।এফএইচ/আরএস/এবিএস

Advertisement