দেশজুড়ে

ঈদে ৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

Advertisement

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভোমরা বন্দরের সঙ্গে সম্পৃক্ত ও ভারত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা একত্রে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। বুধবার (১০এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন জাগো নিউজকে বলেন, ‘রোববার (১৪ এপ্রিল) থেকে যথারীতি এ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

Advertisement

বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এসময়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।’

আহসানুর রহমান রাজীব/এনআইবি/জেআইএম