খেলাধুলা

ইতিহাস গড়লো লঙ্কান মেয়েরা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়লো শ্রীলঙ্কার মেয়েরা। ইস্ট লন্ডনে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেট আর ৫ বল হাতে রেখে পাওয়া জয়ে এই ইতিহাসে নাম লিখিয়েছে তারা।

Advertisement

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। অধিনায়ক লরা উলভার্ট ৪৭ বলে ৫৭, আনেকে বসখ ২১ বলে ২৭ আর শেষদিকে নাদিকে ডি ক্লার্ক ২৫ বলে খেলেন ৪৪ রানের হার না মানা ইনিংস।

শ্রীলঙ্কার সুগান্দিকা কুমারি ২৪ রান দিয়ে নেন ৩টি উইকেট।

জবাবে অধিনায়ক চামারি আতাপাত্তুর ৪৬ বলে ৭৩ আর হর্ষিতা সামারাবিক্রমার ৪৩ বলে অপরাজিত ৫৪ রানে ভর করে জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা।

Advertisement

দক্ষিণ আফ্রিকার নাদিকে ডি ক্লার্ক ২৫ রানে শিকার করেন দুটি উইকেট।

এমএমআর/জিকেএস