নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘড় কড়ইতলা এলাকায় বাসের ধাক্কায় মো. মাজহারুল হক বাবলু (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টা দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মাজহারুল হক বাবলু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পূর্ব নয়াকান্দি গ্রামে জাহেদ আলীর সন্তান। তিনি নারায়ণগঞ্জ এলাকায় থাকতেন।
তাকে নিয়ে আসা ওহিদুল জানান, ফতুল্লার ভূইঘড় কড়ইতলা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মৌমিতা পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস