দেশজুড়ে

বিশেষ অভিযান : বগুড়া ও রংপুরে গ্রেফতার ১৪৬

বিশেষ অভিযান চালিয়ে বগুড়া ও রংপুর থেকে বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬টা হতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক বিক্রেতা, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামি রয়েছে।বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, বৃহস্পতিবার সকাল ৬টা হতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জেলার ১২টি থানা, বিভিন্ন পুলিশ ফাঁড়ি এবং গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সদর থানা ১৭, শিবগঞ্জ ১০, সোনাতলা ৮, গাবতলী ৬, সারিয়াকান্দি ২, ধুনট ৪, শেরপুর ১১, নন্দীগ্রাম ২, আদমদীঘি ৮, দুপচাঁচিয়া ৭, কাহালু ৩, শাজাহানপুর ৭ ও গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ ২৮৬ বোতল ফেনসিডিল, ১০৩ পিস ইয়াবা, ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।রংপুর জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, হত্যা, খুন, ডাকাতি ও চুরিসহ জিআর এবং সিআর মামলা রয়েছে।অভিযানে কোতয়ালী থানা পুলিশ ২৭ জনকে, কাউনিয়া ও পীরগঞ্জে ১০ জন করে, মিঠাপুকুরে ৬, পীরগাছা ও বদরগঞ্জে ২ জন করে, গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানা পুলিশ একজন করে গ্রেফতার করে।

Advertisement