দেশজুড়ে

অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে গুইমারায় অসহায় ও হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

Advertisement

বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এসময় রিজিয়নের আওতাধীন এলাকার ৪৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুর্গম পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতা সেবা ও দেশের যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে।

উপহার সামগ্রী বিতরণকালে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী ও গুইমারা সসদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরাসহ রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

মুজিবুর রহমান ভুইয়া/এনআইবি/জিকেএস