২০২২ সালে ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজ মোরাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত মঙ্গলবার (২ এপ্রিল) ১১৪ বছর বয়সে মারা গেছেন তিনি। স্থানীয় কর্মকর্তা ও পেরেজের স্বজনদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
Advertisement
ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্ত জীবনে যাত্রা করেছেন।
আরও পড়ুন>>
বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ কে? ১৯২ বছরের কচ্ছপ জোনাথনের বিশ্বরেকর্ড দাঁত দিয়ে একসঙ্গে ৬ গাড়ি টেনে বিশ্বরেকর্ড২০২২ সালের ৪ ফেব্রুয়ারি পেরেজকে জীবিত মানুষদের মধ্যে সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। গিনেসের তথ্যমতে, সেই সময় তার বয়স ছিল ১১২ বছর এবং ২৫৩ দিন।
Advertisement
২০২২ সাল পর্যন্ত পেরেজের পরিবারে ছিল ১১ সন্তান, ৪১ জন নাতি-নাতনি, ১৮ জন প্রপৌত্র এবং ১২ জন প্রপ্রপৌত্র।
পরিচিতদের কাছে টিও ভিসেন্টে নামে পরিচিত ছিলেন পেরেজ। পেশায় তিনি ছিলেন কৃষক।
আরও পড়ুন>>
রেকর্ড গড়তে সাড়ে ৩ ঘণ্টা বরফের মধ্যে বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ খেয়ে বিশ্বরেকর্ড জোরে ঢেকুর তুলে গিনেস বুকে নাম লেখালেন তরুণী১৯০৯ সালের ২৭ মে আন্দিয়ান রাজ্যের তাচিরার এল কোব্রে শহরে জন্মগ্রহণ করেন পেরেজ। ১০ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন নবম।
Advertisement
গিনেস কর্তৃপক্ষের তথ্যমতে, মাত্র পাঁচ বছর বয়সে বাবা ও ভাইদের সঙ্গে কৃষিকাজ শুরু করেন পেরেজ। মূলত আখ এবং কফি চাষে সাহায্য করতেন তিনি। পরে পুলিশে চাকরি। কিন্তু কৃষিকাজ কখনোই ছাড়েননি পেরেজ।
কেএএ/