ধর্ম

লঞ্চ-ফেরির পানি দিয়ে অজু করা যাবে?

নদীর মতো প্রবাহিত জলাশয়ে নাপাকি পড়লেও ওই পানি নাপাক হয় না যদি নাপাকির রং, গন্ধ ও স্বাদের কোনো একটিও পানিতে প্রকাশ না পায়। তাই নদীর পানি ঘোলাটে বা অস্বচ্ছ হলেও নাপাকির গন্ধ, রং বা স্বাদ প্রকাশ না পেলে ওই পানি দিয়ে অজু-গোসল ও পবিত্রতা অর্জন করতে কোনো অসুবিধা নেই।

Advertisement

লঞ্চ বা ফেরিতে সাধারণত পানি তোলা হয় গভীর নদীতে গেলে যেখানে পানি অনেক বেশি নোংরা ও দূষিত নয়। তাই লঞ্চ বা ফেরির পানি সাধারণত পবিত্রই হয়, অপবিত্রতার সীমায় যায় না। এরপরও কোনো বিশেষ ক্ষেত্রে যদি দেখা যায় লঞ্চে তোলা পানি থেকে নাপাকির গন্ধ পাওয়া যাচ্ছে, তাহলে ওই পানি দিয়ে অজু করা যাবে না।

ওএফএফ/জিকেএস

Advertisement