সাহিত্য

সলিল মজুমদারের পাঁচটি কবিতা

ডায়াবেটিস

Advertisement

গ্লুকোজের মাত্রাটা যখন বেশিসাথে ডাক্তারের নিষেধতবে চিনিটা মন্থন করে নিয়ো চুম্বনে।

****

নদটার মতোই

Advertisement

নদটার মতোইবগা হাইটা পাড় হয়এইপার থেইকা ওইপারউদাম বুকপায়ের ছাপ তোমাদেরবিরতি নেইচিড়ে চলছে ক্রমাগত বালু উত্তোলন।

****

মন রাখলে

পা বাড়ালেসমুদ্র যায় সরেকান পাতলেপাখিরা যায় উড়েমন রাখলেশূন্যতা ভর করে।

Advertisement

****

পদ্মপাতার বুকে

এই দেখো না কেমন করেঝরলো পাতাহাওয়ার তোড়েনামলো বুঝিবৃষ্টি এবারমেঘের ডাকেএমন করেকে রাখে তারেযখন সবাই নেয় শুষেদেখো না কেমন করে আছে সুখে সেএক ফোঁটায়পদ্মপাতার বুকে।

****

মহানন্দার তীরে

দেখোমহানন্দানামছে তীরেধীরেশীত সন্ধ্যা...একটু না হয় থেকে যায় পারেযেদিকটায় রয়েছে গুদারা ঘাটহয় মানুষ পারাপারঅশ্বথ বৃক্ষের নিচে প্রতীক্ষারত আমিকোন মানুষটির কাছে গিয়ে বলিএ-ই মানুষটিই আমারআরেকটু না হয় থেকে যায় পারে...

এসইউ/এমএস