লাইফস্টাইল

হার্টে হলদেটে ছোপ কেন হয়, কীসের লক্ষণ?

হার্টের বিভিন্ন সমস্যায় অনেকেই ভোগেন। তার মধ্যে একটি হলো হার্টে হলদেটে ছোপ পড়া। যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ইয়েলো স্পট বলা হয়।

Advertisement

হার্টের মধ্যে কোথাও রক্ত জমাট বাঁধলে এমন হলদেটে ছোপ দেখা যায়। এই হলদেটে ছোপ মূলত করোনারি ধমনীতে হয়ে থাকে। এটি একটি বিশেষ ধমনী যা হার্টের পেশি রক্ত সঞ্চালন করে।

হার্ট বিশেষজ্ঞদের মতে, এই ক্লট বা দলা মতো অংশের ফলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। যার থেকে হার্টের ওই বিশেষ অংশে রক্ত পৌঁছায় না। রক্তের মধ্যে দিয়েই অক্সিজেন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে যায়।

আর রক্তই না পৌঁছালে অক্সিজেন পৌঁছানোর পথও আটকে যায়। চিকিৎসকদের কথায়, এর ফলে হার্টের ওই নির্দিষ্ট অংশের পেশি কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ পেশির মৃত্যু ঘটে।

Advertisement

হার্টের সাধারণ রং কী?

হার্টের সাধারণ রং গাঢ় গোলাপি। তবে ক্লট ধরা পড়লে ওই অংশের রং বদলে যায়। গাঢ় গোলাপি রং বদলে হলদেটে হয়ে যায়।

আরও পড়ুন

ডাবের পানি যেভাবে ওজন কমাতে সাহায্য করে কমবয়সীদেরও কেন হয় হার্নিয়া, এর চিকিৎসা কী?

এই রং বদলে যাওয়ার ঘটনা হার্ট অ্যাটাক হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটে। তবে যাদের ডায়াবেটিস আছে, তাদের হার্টেই এমন হলদেটে ছোপ দেখা যায় বলে জানান চিকিৎসক।

Advertisement

কেন রক্ত জমাট বাঁধে হার্টে ?

চিকিৎসকদের মতে এর একাধিক কারণ থাকতে পারে। যেমন-

>> অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া>> খারাপ ফ্যাট জাতীয় খাবার খাওয়া>> শরীরচর্চা না করা>> দীর্ঘদিন ধরে বিশ্রাম নেওয়া>> গর্ভাবস্থা>> জন্মনিরোধক ওষুধ ব্যবহার করা>> ডায়াবেটিস>> হার্ট ফেলিওর>> জিনগত কারণ>> ধূমপান ইত্যাদি।

জেএমএস/এমএস