বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) মৃত্তিকা বিজ্ঞান শাখার পরীক্ষাগারকে নতুন রূপে সংস্কার করে একটি ডিজিটাল পরীক্ষাগার হিসেবে উদ্বোধন করেছে।
Advertisement
মঙ্গলবার (২ এপ্রিল) বিজেআরআই মহাপরিচালক কৃষিবিদ ড. আবদুল আউয়াল এ গবেষণাগার উদ্বোধন করেন।
এসময় সংস্কারকৃত নতুন পরীক্ষাগারটি বিজেআরআইয়ের গবেষণাকাজ আরও বেশি গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মহাপরিচালক বলেন, সোনালী আঁশ পাট চাষের আগে মাটির অবস্থা এবং উপযোগিতা এবং পাট চাষের পরে মাটির অবস্থা সম্পর্কে গবেষণা আরও জোরদার হবে এ গবেষণাগারের মাধ্যমে।
Advertisement
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (কারিগরি) ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, পরিচালক (জুট-টেক্সটাইল) ড. ফেরদৌস আরা দিলরুবা, পরিচালক (কৃষি) কৃষিবিদ ড. নার্গীস আক্তার, পরিচালক (পিটিসি) ড. মাহমুদ আল হোসেন, পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ ড. এস. এম. মাহবুব আলীসহ বিজেআরআইয়ের বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এনএইচ/এমকেআর