ভুল খাদ্যাভাসের কারণে হঠাৎ পেটে যন্ত্রণা কিংবা বদহজমের সমস্যায় ভোগেন অনেকেই। এজন্য অনেকে মুঠোভর্তি গ্যাস্ট্রিকের ওষুধে ভরসা রাখেন। যা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে। জানলে অবাক হবেন, পেটে যন্ত্রণা কিংবা বদহজমের সমস্যা কিন্তু হতে পারে ক্যানসারের লক্ষণও।
Advertisement
সমীক্ষা জানাচ্ছে, অগ্ন্যাশয়ের ক্যানসার ইদানিং বাড়াবাড়ি আকার ধারণ করেছে। ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, ধূমপানের প্রবণতা এ ধরনের ক্যানসার ডেকে আনে। চিকিৎসকদের মতে, অগ্ন্যাশয়ের ক্যানসার সহজে ধরা যায় না। ফলে এই রোগ দ্রুত নির্ণয় করাও কঠিন।
এ কারণে অগ্ন্যাশয়ের ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখা জরুরি। তাহলে লক্ষণগুলো দেখেও অন্তত চিকিৎসা শুরু করা যেতে পারে। না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। যে কোনো ক্যানসার প্রাথমিক পর্যায় ধরা পড়লে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকি কম থাকে। জেনে নিন কোন কোন লক্ষণে সতর্ক হবেন-
আরও পড়ুন
Advertisement
বারবার জন্ডিস হওয়া অগ্ন্যাশয়ের ক্যানসারের দিকে ইঙ্গিত করে। কারণ এ ধরনের ক্যানসারে আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে জন্ডিসে আক্রান্ত হন অনেকেই। তাই জন্ডিস হলে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। দীর্ঘদিন ধরে জ্বর, ক্লান্তিও অগ্ন্যাশয়ের ক্যানসারের লক্ষণ হতে পারে।
পেট ব্যথাপেটে যন্ত্রণা অগ্ন্যাশয়ের ক্যানসারের অন্যতম লক্ষণ। কোনো কারণ ছাড়াই যদি পেটে ব্যথা, যন্ত্রণা হতে থাকে তাহলে বিষয়টিতে নজর দেওয়া জরুরি।
বদহজমবদহজমের সমস্যা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে ঘন ঘন হতে থাকলে তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ওষুধ খেয়ে কিংবা সময়ে খাবার খাওয়ার পরেও যদি হজমের গোলমাল না কমে তা হলে বিষয়টির প্রতি বাড়তি নজর দিন। হতেই পারে আপনি অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Advertisement
জেএমএস/জিকেএস