জাতীয়

রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা, ৫৩ হাজার টাকা জরিমানা চসিকের

চট্টগ্রাম মহানগরীতে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয় ব্যক্তিকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার (১ এপ্রিল) দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

তিনি বলেন, বায়েজিদ বোস্তামী সড়কের রাস্তা ও ফুটপাতের ওপর কাঠ, টায়ার ও গাড়ির গ্যারেজের ব্যবসা বসিয়ে জনসাধারণের চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ছয় ব্যক্তিকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে।

এমডিআইএইচ/এমকেআর

Advertisement