খেলাধুলা

গেটাফের জালে রিয়ালের গোলবন্যা

আকাশে উড়ছে যেন জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। মওসুমের শেষ মুহূর্তে এসে নিজেদের জাহিরা করার উৎসবে মেতেছে যেন লজ ব্লাঙ্কোজরা। এল ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে হারিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে হতাশাজনক পরাজয়ের পর ফিরতি লেগে নিজেদের মাঠে রোনালদোর হ্যাটট্রিকে ফিরে এলো রিয়াল। তার আগে অবশ্য এইবারকে হারিয়েছিল ৪-০ গোলে।ধারাবাহিকতা কোলিসিয়াম আলফনসো পেরেজ মাঠে গিয়েও ধরে রাখলো রোনালদো-বেনজেমা-বেলরা। স্বাগতিক গেটাফের জালে গুনে গুনে ৫বার বল জড়িয়েছে জিদানের শিষ্যরা। যদিও সাথে ১টি গোল হজম করেছে তারা। তবুও শেষ পর্যন্ত বড় জয় নিয়েই প্রতিপক্ষের মাঠ থেকে ফিরতে পেরেছে রিয়াল মাদ্রিদ।খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করছিল রিয়াল। যার ধারাবাহিকতায় গোল পেয়ে যায় ২৯ মিনিটে। হামেস রদ্রিগেজের পাস থেকে বল পেয়ে বাম পায়ের শটে গেটাফের জালে জড়িয়ে দেন করিম বেনজেমা। প্রথমার্ধেই আরেকটি গোল করে বসে রিয়াল। এবার গোলদাতা ইসকো। করিম বেনজেমার থ্রো থেকে বল পেয়ে ডান পায়ের শটে গেটাফের জালে বল জড়ান ইসকো।দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই গোল করে বসেন গ্যারেথ বেল। খেলার ৫০তম মিনিটে বেনজেমার কাছ থেকে বল পেয়ে বাম পায়ের শটে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন বেল। খেলার ৮৩তম মিনিটে একটি গোল শোধ করে দেয় স্বাগতিক গেটাফের পাবলো সারাবিয়া। ৮৮তম মিনিটে আরও একটি গোল। এবার গোলদাতা হামেশ রদ্রিগেজ। লুকাস ভাসকুয়েজের কাছ থেকে বল পেয়ে ডান পায়ে শটে গোলটি করলেন। ইনজুরি সময়ে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৯০+২ মিনিটে হেসে রদ্রিগেজের কাছ থেকে বল পেয়ে গেটাফের জালে জড়িয়ে দিলেন রোনালদো। এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলা রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদেও ৩২ ম্যাচে ৭৩ এবং সমান ম্যাচে বার্সার পয়ন্ট ৭৬।আইএইচএস/একে

Advertisement