নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১২টি ভোটকেন্দ্র নিয়ে আতঙ্কে রয়েছেন ভোটাররা। ভোটাররা ওইসব কেন্দ্রে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না- এ নিয়ে সাংবাদিকদের কাছে সংশয় প্রকাশ করেছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় অর্ধশত কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও এসব কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হল- গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, কাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠান, সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওপাড়া উচ্চ বিদ্যালয়, কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দিয়া-বাজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উল্লেখিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে গন্ডা ও কাওড়া কেন্দ্রে গত উপজেলা পরিষদ নির্বাচনে জোরপূর্বক সিল মারা, ব্যালট বাক্স ছিনতাই ও গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় আদালতে এখনো মামলা বিচারাধীন রয়েছে বলে জাগো নিউজকে জানান কাওড়া গ্রামের স্বতন্ত্র প্রার্থী মুখলেছুর রহমান। এছাড়া ভাটলাড়া ও শিবপুর কেন্দ্রেও জোরপূর্বক সিল মারা ও ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেয়ার ঘটনা ঘটেছিল। গন্ডা গ্রামের ভোটার সুমন মিয়া ও বুলবুল মিয়া জাগো নিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দানের বিষয়ে আমরা চরম ভীতি ও সংশয়ে রয়েছি।কামাল হোসাইন/একে
Advertisement