ক্যাম্পাস

তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন বুয়েট শিক্ষার্থীদের

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি বন্ধসহ ৬ দফা দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা৷

Advertisement

সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে বুয়েট ক্যাম্পাসে দেখা যায়, পুরো ক্যাম্পাস একেবারেই ফাঁকা। নেই শিক্ষার্থীদের আনাগোনা। দুই-এক জন শিক্ষার্থীকে দেখা গেলেও তারা ব্যক্তিগত কাজে এসেছেন বলে জানান। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা রয়েছে। দাপ্তরিক কাজসমূহ যথারীতি চলছে।

আরও পড়ুন:

বুয়েট শিক্ষার্থীদের একাংশ/ আন্দোলনে শিবির ও জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে

Advertisement

বুয়েট/ ‘আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’

বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা প্রহরী বলেন, সকাল থেকে ক্লাসে কোনো শিক্ষার্থী আসে নাই। ক্যাম্পাস একেবারেই ফাঁকা৷ গত তিন দিন ধরে এই অবস্থা৷

এর আগে গত ২৮ মার্চ রাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রবেশকে ঘিরে পরদিন (২৯ মার্চ) দুপুর থেকে ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা৷ আন্দোলনের কর্মসূচি হিসেবে গত শনিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা৷

গত ২৮ মার্চ মধ্যরাতে ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ২১তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিল করে বুয়েট প্রশাসন৷ এদিকে বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রীক ছাত্ররাজনীতি চালুর দাবিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ।

Advertisement

এনএস/এসএনআর/জেআইএম