জাতীয়

উপজেলা ভোট: দ্বিতীয় ধাপের তফসিল সোমবার

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ১২১টি পরিষদের পূর্ণাঙ্গ তফসিল আগামীকাল সোমবার ঘোষণা করা হতে পারে।

Advertisement

ইসি সূত্রে জানা গেছে, সোমবার (১ এপ্রিল) কমিশনের ৩০তম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ৩০তম কমিশন সভাটি অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচিতে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলের বিষয়টি রাখা হয়েছে। বৈঠকে কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

Advertisement

তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। আগামী ২৩ মে এ ধাপের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল কমিশন।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ হবে ৮ মে।

এমওএস/এমকেআর/জিকেএস

Advertisement