টানা তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচ পর্যন্ত এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। যে কারণে তার মাথায় শোভা পাচ্ছে পার্পল ক্যাপ। এবার তৃতীয় ম্যাচে তিনি নিজের উইকেটসংখ্যা কত বাড়াতে পারেন সেটাই দেখার বিষয়।
Advertisement
যে মাথিসা পাতিরানার পরিবর্তে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন, বেবি মালিঙ্গা খ্যাত শ্রীলঙ্কার এই পেসারকেও দ্বিতীয় ম্যাচ থেকে মোস্তাফিজের সঙ্গে রাখা হচ্ছে একাদশে। আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও এই জুটিকে একাদশে রাখা হয়েছে।
বিশাপত্মনমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশাভ পান্ত। তবে মোস্তাফিজুর রহমান আজ দিল্লির বিপক্ষে বল করতে এসেই বেদম পিটুনি খেলেন পৃথ্বি শ’ এবং ডেভিড ওয়ার্নারের হাতে। টানা চার বলে চারটি বাউন্ডারি হজম করেন। এর মধ্যে আবার একটি নো বল দিয়ে হজম করেন ২ রান। শেষ পর্যন্ত নিজের প্রথম ওভারেই মোস্তাফিজ দিয়ে বসেন ১৮ রান।
যদিও ১০ম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই চেন্নাইকে ব্রেক থ্রু উপহার দিলেন তিনি। ভাঙেন ৯৩ রানের উদ্বোধনী জুটি।
Advertisement
তার করা ওভারের ৩য় বলে ওয়ার্নার রিভার্স স্কুপ খেলেন। তাতেই স্কয়ার লেগে ক্যাচ উঠে যায় ওয়ার্নারের। সাধারণত এই ক্যাচ ধরা যায় না। কিন্তু কী এক অবিশ্বাস্য এবং এক অসাধারণ ক্যাচ ধরলেন মাথিসা পাতিরানা!
ডান পাশে এক হাত বাড়িয়ে দিয়ে জাম্প দিলেন পাথিরানা। বল তার ডান হাতে জমা পড়লো। অসাধারণ ক্যাচটি ধরে ৩৫ বলে ৫২ রান করা ওয়ার্নারকে সাজঘরে পাঠিয়ে দেন। অবিশ্বাস্য ক্যাচটির দিকে অবিশ্বাসভরা চোখ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন ওয়ার্নার নিজেও। তারও যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো, কিভাবে এই ক্যাচ ধরলেন পাথিরানা। তাতে অবশ্য মোস্তাফিজের ঝুলিতেই জমা পড়লো একটি উইকেট।
আইএইচএস/
Advertisement