শেষ ওভারে প্রয়োজন মাত্র এক রান। জয় নিশ্চিত। উইকেটে কিলার মিলার খ্যাত ডেভিড মিলার। জয়দেব উনাদকটকে বাউন্ডারির বাইরে নিয়ে আছড়ে ফেললেন মিলার। ছক্কা। জয়ের জন্য লাগতো ১৬৩ রান। ১৬৮ রান করেই, ৭ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়লো গত দুইবারের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স।
Advertisement
এ নিয়ে এবারের আইপিএলে দ্বিতীয় জয়ের দেখা পেলো গুজরাট। অন্যদিকে তিন ম্যাচে ২য় হারের মুখ দেখলো প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরবাদ।
আগের ম্যাচেই ২৭৭ রানের অতি মানবীয় ইনিংস উপহার দিয়েছিলো সানরাইজার্সের ব্যাটাররা। সেই দলটি আজ আহমেদাবাদে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬২ রানে থেমে যায়। সর্বোচ্চ ২৯ রান করে করেন অভিষেক শর্মার এবং আবদুল সামাদ। হেনরিক ক্লাসেন করেন ২৪ রান এবং ২২ রান করেন শাহবাজ আহমেদ।
জবাব দিতে নেমে গুজরাটেরও কেউ বড় ইনিংস খেলেননি। তবে মাঝারি মানের বেশ কয়েকটি ইনিংসের কল্যাণে ৫ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। ২৭ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ৩৬ বলে ৪৫ রান করেন সাই সুদর্শন। ২৮ বলে ৩৬ রান করেন শুভমান গিল। ১৩ বলে ২৫ রান করেন ঋদ্ধিমান সাহা।
Advertisement
আইএইচএস/