দেশজুড়ে

জাতীয় পাঠ্যক্রমে জমিজমা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হবে

আগামীতে জাতীয় পাঠ্যক্রমে জমিজমা সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

Advertisement

অনেকে শিক্ষিত হয়েও জমিজমা সংক্রান্ত বিষয়ে কিছুই বোঝেন না। তাদের এগুলো বুঝতে হবে এমন পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, আগামীতে আমরা এসএসসির পাঠ্যক্রমে জমিজমার বিষয়াদি অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছি।

রোববার (৩১ মার্চ) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা হলরুমে আয়োজিত ভূমিসেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় যে অসঙ্গতি রয়েছে তা দূর করা দরকার। এজন্য সবাইকে সচেতন হওয়া এবং জমি সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখার ওপর জোর দেন তিনি।

Advertisement

তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে ম্যাপ করে জমিজমার অসঙ্গতি দূর করা হবে। এতে দেশে মামলা ও সংঘর্ষের ঘটনা কমে আসবে।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসআর/জিকেএস

Advertisement