দেশজুড়ে

দফায় দফায় দোকানে চুরি, সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

হবিগঞ্জে চুরি রোধে কার্যকর পদক্ষেপ ও মালামাল উদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। রোববার (৩১ মার্চ) দুপুরে শহরের টাউন হলের সামনে টানা দুই ঘণ্টা বিক্ষোভ করেন তারা।

Advertisement

বিক্ষোভকারীরা জানান, শুক্রবার দিবাগত রাতে টাউন হল রোডে গেজেট হবিগঞ্জ নামে একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয়। এনিয়ে তিনবার দোকানটিতে চুরি সংঘটিত হয়। দোকান থেকে দামি সব মোবাইল নিয়ে যায় চোরের দল। এসব ঘটনায় একাধিক মামলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চুরি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম। এর প্রেক্ষিতে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন।

এসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, যুগ্ম-সম্পাদক শরীফ চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সঙ্গীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান, শাহ জালাল উদ্দিন জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement

ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম বলেন, চুরি রোধ, চোরাই মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেফতারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসায়ীদের নিয়ে বসে আলোচনা করে চুরি রোধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম