আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। তিনি ক্ষমতায় আছেন বলেই সাংবাদিকরা অবারিত স্বাধীনতা ভোগ করছেন এবং মুক্তভাবে সংবাদ পরিবেশন করছেন।’
Advertisement
গতকাল (৩০ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার দেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে মাদারীপুরসহ সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।’
সাবেক নৌমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই সাংবাদিকদের কাজ।’
Advertisement
মাদারীপুরের সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে শাজাহান খান বলেন, ‘মাদারীপুর আমার কাছে মাতৃতুল্য। আর মাদারীপুরের প্রতিটি মানুষ আমার প্রাণ।’
সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সৈয়দ আফজাল হোসেন, মামুন ফরাজী, কামরুজ্জামান জিয়া, সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম সেলিম আহেমদ এবং ইফতার মাহফিল আয়োজন উপ-কমিটির সদস্য সচিব ইসরাফিল হাওলাদার।
এসইউ/জেআইএম
Advertisement