আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
যুক্তরাষ্ট্র-ব্রিটেনের চেয়ে বেশি খাবার নষ্ট হয় বাংলাদেশেবিশ্বে ২০২২ সালে বাসা-বাড়ি, খাদ্যসেবা ও খুচরা পর্যায়ে মোট খাদ্যের প্রায় ১৯ শতাংশ অর্থাৎ ১০০ কোটি টনের বেশি খাবার অপচয় হয়েছে। ওই সময় বাংলাদেশে গড়ে একজন ব্যক্তি বছরে ৮২ কেজি খাবার অপচয় করেছেন বলে জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি বা ইউনেপের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলকে আরও বোমা-যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্রইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের বোমা ও যুদ্ধবিমান হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও ইসরায়েলের রাফা অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়ে আসছে ওয়াশিংটন।
যুদ্ধের দ্বারপ্রান্তে ইউরোপ: পোল্যান্ডপোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সতর্ক করে বলেছেন, ইউরোপ এখন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। ইউরোপের ভালোর জন্য রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে অবশ্যই জয়ী হতে হবে। ইউক্রেন যদি এই যুদ্ধে জয়ী হতে না পারে তবে তা পুরো ইউরোপের জন্যই বিপদ ডেকে আনবে বলে সতর্ক করেন তিনি।
Advertisement
মালয়েশিয়ায় অস্ত্রসহ সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর গ্রেফতারমালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর বলে অভিহিত করছে। মালয়েশিয়া পুলিশের আইজিপি রাজারউদ্দিন হুসাইন জানিয়েছেন, গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে ছয়টি হ্যান্ডগান ও ২০০ বুলেট উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞার মুখে হংকংমানবাধিকার লঙ্ঘনের দায়ে হংকংয়ের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনা শহরটিতে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন কার্যকরের কয়েকদিন পরেই নতুন এই পদক্ষেপের কথা জানালো বাইডেন প্রশাসন।
মেক্সিকোতে সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধারদক্ষিণ মেক্সিকোর ওয়াক্সা রাজ্যের একটি সমুদ্রসৈকত থেকে সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা কোনো নৌকাডুবির শিকার হয়েছেন। দেশটির প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানে আবার বাড়বে তেলের দাম, জনগণের দুর্ভোগপাকিস্তানে জনগণের খরচের বোঝা এবং দুর্ভোগ দুটোই বাড়িয়ে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম। পাক্ষিক মূল্য পর্যালোচনার আগামী ঘোষণাতেই পেট্রল-ডিজেলের নতুন দাম ঘোষণা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ।
Advertisement
বিলাসবহুল ঘড়ির ব্যবহার, পেরুর প্রেসিডেন্টের বাসভবনে তল্লাশিবিলাসবহুল ঘড়ির ব্যবহারকে কেন্দ্র করে পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। এরই অংশ হিসেবে শনিবার (৩০ মার্চ) প্রেসিডেন্টের বাসভবনে তল্লাশি চালানো হয়েছে।
রোজা রেখেই শক্তি প্রতিযোগিতায় তাক লাগালেন মুসলিম নারীবিশ্বের মধ্যে অন্যতম কঠিন শক্তি প্রতিযোগিতা হিসেবে ধরা হয় ওয়ার্ল্ড স্ট্রংম্যান চ্যাম্পিয়নশিপকে। আর সেই প্রতিযোগিতায় সারাদিন রোজা রাখার পর অংশ নিয়ে তাক লাগিয়েছেন এক মিশরীয় নারী। দিনভর পানাহার থেকে বিরত থেকেও শক্তির এ প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন তিনি।
মরুভূমি-সাগর পেরিয়ে যেভাবে ইতালি পৌঁছালো শিশু ওমরআফ্রিকার দেশ মালি থেকে রওয়ানা দিয়ে সাহারা মরুভূমি এবং সবশেষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে আট বছর বয়সী এক শিশু। এর জন্য তাকে পাড়ি দিতে হয়েছে প্রায় সাত হাজার কিলোমিটার পথ, যা সে করেছে বাবা-মা কিংবা পরিবারের কোনো সদস্য ছাড়াই।
কেএএ/জেআইএম