অবশেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ভর্তি হলেন লালমনিরহাটের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র মিরাজ বাবু।
Advertisement
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বুয়েটে ভর্তি হওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন মিরাজ বাবু নিজে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দা মিরাজ বাবু বুয়েটে ১০৪১তম হয়ে ভর্তির সুযোগ পান। তবে অর্থের অভাবে ভর্তি ও পড়াশোনা চালিয়ে নেওয়ার বিষয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তার এ বিষয়টি তুলে ধরে মঙ্গলবার (২৬ মার্চ) ‘টাকার অভাবে বুয়েটে ভর্তি অনিশ্চিত মিরাজের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ। এরপর বিভিন্ন স্থান থেকে তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন বিত্তবানরা।
আরও পড়ুন
Advertisement
হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ নগদ ১০ হাজার টাকা, অভিযাত্রী প্রকাশনার পক্ষ থেকে ১৫ হাজার টাকা মিরাজ বাবুর হাতে তুলে দেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজন তাকে একটি ল্যাপটপ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তুরস্ক প্রবাসী শিহাব আহম্মেদ নামের একজন অর্থ সহায়তা করেছেন।
মিরাজ বাবুর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ।
লালমনিরহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে পড়াশোনার জন্য সহযোগিতা করা হবে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।
মিরাজ বাবু হাতীবান্ধার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের বর্গাচাষি আতোয়ার রহমান ও মরিয়ম বেগম দম্পতির ছেলে। আতোয়ার রহমানের এক ছেলে ও এক মেয়ে।
Advertisement
শুধু বুয়েট নয়; চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) চান্স পেয়েছেন মিরাজ বাবু।
রবিউল হাসান/এসআর/এমএস