আন্তর্জাতিক

কাশ্মীরে গাড়ি খাদে পড়ে নিহত ১০

ভারতশাসিত কাশ্মীরের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি গাড়ি খাদে পড়ে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এখনও সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

Advertisement

জানা গেছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রিবাহী গাড়িটি শ্রীনগরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ গাড়িটি হঠাৎ রাস্তার পাশে গভীর খাদে পড়ে।

আরও পড়ুন>

দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫ অরুণাচল নিয়ে ভারত-চীনের মধ্যে উত্তেজনা থামছে না

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকেও। তাদের সঙ্গে উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন।

Advertisement

সংবাদমাধ্যম এএনআই ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। তবে রাস্তাঘাট বৃষ্টির কারণে ভেজা থাকায় সাবধানে পা ফেলতে হচ্ছে উদ্ধারকারীদের। খাদে নেমে গাড়ির ধ্বংসাবশেষ সরিয়ে যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।

গত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। সেই কারণেই রাস্তাঘাট ভেজা। রাস্তা পিছল হওয়ার কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Advertisement