অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম হাঙ্গেরির রাষ্ট্রপতি ড.তামাস সুলয়কের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
Advertisement
বুধবার (২৬ মার্চ) হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের সান্দর প্রাসাদে তিনি এ পরিচয়পত্র পেশ করেন। এসময় এক সংক্ষিপ্ত বৈঠকে রাষ্ট্রদূত সিয়াম হাঙ্গেরির রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি ড. তামাস সুলয়ক বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জন্য অভিনন্দন জানান। তারা বাংলাদেশ ও হাঙ্গেরির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।
রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে হাঙ্গেরির রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একদল চৌকষ সেনাদল অনার গার্ডস প্লাটুন গার্ড অব অনার প্রদান করেন। এরপর বুদাপেস্টের হিরোস স্কয়ারে হাঙ্গেরির বীর সৈনিকদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। এসময় রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন অফিসের কাউন্সিলর ও দূতাবাস প্রধান তানভীর আহমেদ তরফদার।
Advertisement
এসআইটি/জিকেএস