জাতীয়

রাজার আমন্ত্রণে ভুটান গেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে তার সঙ্গে রওনা হয়েছেন। জিগমে খেসার নামগেল ওয়াংচুক বাংলাদেশে তার চার দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন।

Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে প্রতিমন্ত্রী আরাফাত আজ বিকেলে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ত্যাগ করেন।

ইফতেখার বলেন, মোহাম্মদ আলী আরাফাত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে সড়ক পথে ভুটানে গিয়েছেন এবং রোববার তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এমআরএম

Advertisement