চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে বাসের হেলপার নিহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজের পাশে ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহত শামীম হোসেন উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী অন্য বাসের চালক রানা এবং সুপারভাইজার লাভলু জানান, শামীম যশোর-চৌগাছার লোকাল রুটের ইউএ ট্রাভেলসের একটি বাসে (যশোর-ব-১১-০২০৫) চালকের সহকারী হিসেবে কাজ করতেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে যশোরের দিকে যাওয়ার সময় আফ্রিদি নামের একটি বাসে (ঢাকা মেট্রো-জ ০৪-৭১৬) করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। ফিলিং স্টেশনে পৌঁছে বাসটির সামনের গেট দিয়ে নামার সময় তিনি পা-পিছলে পড়ে গেলে ওই বাসের পিছনের চাকা তিনি পিষ্ট হন। এসময় তিনি মারাত্মক আহত হন।
Advertisement
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বাসটি হেফাজতে নেয়।
চৌগাছা হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, হাসপাতালে আনার আগেই শামীমের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জাগো নিউজকে বলেন, বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে।
মিলন রহমান/এনআইবি/জেআইএম
Advertisement