খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে মুস্তাফিজের হায়দারাবাদ

প্রথম ম্যাচ খেলতে গিয়েছিল ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিশাল স্কোরের নীচে চাপা পড়ে শেষ পর্যন্ত বড় পরাজয় নিয়েই ঘরে ফিরতে হয়েছিল মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদের। ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে হায়দারাবাদ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্সের। হায়দারাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।কলকাতা নাইট রাইডার্স অবশ্য দুটি ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যে। যার একটিতে জয় এবং অন্যটিতে পরাজয়। শেষ ম্যাচে মুম্বাইর কাছে হার এবং প্রথম অ্যাওয়ে ম্যাচ হওয়ার কারণে একাদশ নিয়ে বেশ কাটা-ছেঁড়া করেছে কেকেআর। চারটি পরিবর্তণ এনেছে দলে। কলিন মুনরোর পরিবর্তে আনা হয়েছে সাকিব আল হাসানকে। ব্র্যা্ড হজের পরিবর্তে সুনিল নারিন, কুলদ্বীপ যাদবের পরিবর্তে উমেষ যাদব এবং জন হাস্টিংসের পরিবর্তে নেয়া হলো মরনে মর্কেলকে।টস জয়ের পর সানরাইজার্স অধিনায়ক ওয়ার্নার বলেন, ‘আমার মনে হয় না উইকেট খুব একটা পরিবর্তণ হয়েছে। এখানে কিছুটা গরম পড়ছে। আমরা চাই বড় একটা স্কোর গড়ে তুলতে এবং কন্ডিশনের সুবিধা নিতে।’কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর বলেন, ‘আমরা সব সময় রান তাড়া করতে পছন্দ করি। আমরা ঘরের মাঠের চেয়ে ৬টি ম্যাচ খেলতে যাবো অ্যাওয়ে ভেন্যুতে। ধারাবাহিকতা তৈরী করা খুবই প্রয়োজন।’সানরাইজার্স হায়দারাবাদডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিক্স, দ্বীপক হুদা, আশিস রেড্ডি, ইয়ন মরগ্যান, নোমান ওঝা, কর্ণ শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, বারিন্দার স্রান। কলকাতা নাইট রাইডার্সরবীন উথাপ্পা, গৌতম গম্ভীর, মানিষ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, সুর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, সুনিল নারিন, মরনে মর্কেল এবং উমেষ যাদব।আইএইচএস/পিআর

Advertisement