দেশজুড়ে

সোনামসজিদ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আলাউল (২০) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে শ্মশান ঘাট নদীর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

আহত যুবক শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকার বালিয়াদিঘী গ্রামের মো. মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাতে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৫ এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে কিছু সংখ্যক বাংলাদেশি শ্মশান ঘাট নদীর পশ্চিম পাশে প্রবেশ করে।

Advertisement

এসময় ৭০ লদিয়া বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় আলাউলের পিঠে গুলি লাগে। পরে সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে হাসপাতালে ভর্তি করে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৫ এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি আহত হয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত পরে জানানো হবে।

সোহান মাহমুদ/এএইচ/এএসএম

Advertisement