নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালনের সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবসহ চার ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
Advertisement
বুধবার (২৭ মার্চ) জেলা ও উপজেলা শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসে ফুল দিয়ে যাওয়ার পথে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব, যুগ্ম-সাধারণ সম্পাদক রনি বেপারী, দপ্তর সম্পাদক সালমান হাসান, ছাত্রলীগ নেতা রুহুল আমীনসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান জেলার পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাঈম ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল আলম প্রভাত এবং স্থানীয় সংসদ সদস্যের এপিএস আল আমিন হোসেনের ছেলে সাব্বির আহমেদের নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগ কর্মী। তবে ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ হামলার ঘটনায় জড়িত নন বলে দাবী করেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হৃদয় খান নাঈম ও জাহিদুল আলম প্রভাত নামে দুই ছাত্রলীগ নেতাকে পদ থেকে বুধবার বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত হৃদয় খান নাঈম পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও জাহিদুল আলম প্রভাত পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
Advertisement
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রের পরিপন্থী কাজে জড়িত থাকায় পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাঈম ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল আলম প্রভাতকে পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা তিন কর্মদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এইচ এম কামাল/এফএ/এএসএম