আন্তর্জাতিক

তৃণমূল-বিজেপির তারকা প্রচারকের তালিকায় চমক, বাদ পড়লেন কারা?

শিয়রে ভারতের লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের ৪২টি আসন দখলের লড়াইয়ে কোনো কমতি রাখতে চায় না রাজনৈতিক দলগুলো। প্রার্থীদের নাম আগেই ঘোষণা করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি। এবার তারকা প্রচারকদের নামও ঘোষণা করলো তারা। দুই দলের তালিকাতেই দেখা গেছে একাধিক চমক। বাদ পড়েছেন বেশ কয়েকজন আলোচিত তারকাও।

Advertisement

নবীন-প্রবীণ ভারসাম্য রেখে গত মঙ্গলবার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। মমতা ব্যানার্জী ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ মোট ৪০ জন তারকা প্রচারক রয়েছেন তাদের তালিকায়।

আরও পড়ুন>>

লোকসভা নির্বাচন/ পশ্চিমবঙ্গের ৪৩ আসনে ভোট হবে ৭ দফায় প্রার্থী তালিকায় বড় চমক মমতা ব্যানার্জীর, নেই মিমি-নুসরাত মনোনয়ন নিয়ে ‘বিবাদ’, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন মমতা

আশ্চর্যজনকভাবে এই তালিকায় নাম নেই দুই বিদায়ী সংসদ সদস্য অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের। বহুল চর্চিত বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকেরও নাম নেই তারকা প্রচারকের তালিকায়। বয়সজনিত কারণে বাদ পড়েছেন শত্রুঘ্ন সিনহা।

Advertisement

তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ব্রাত্য বসু,মন্ত্রী শশী পাঁজা, বীরবাহা হাঁসদার।

রয়েছেন সংসদ সদস্য-অভিনেতা দীপক অধিকারী (দেব), বিধায়ক ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনেতা সৌরভ দাস, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক-গায়িকা অদিতি মুন্সি, সংসদ সদস্য-অভিনেতা শতাব্দী রায়, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, দলের যুবনেত্রী-অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেত্রী জুন মালিয়া, সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ, ক্রিকেটার ইউসুফ পাঠানের মতো সেলিব্রিটিরা। এদের মধ্যে যেসব তারকা প্রার্থী হয়েছেন, তারা নিজেদের আসনের বাইরে গিয়েও প্রচারণা চালাবেন।

আগামী ৩১ মার্চ নদীয়ার কৃষ্ণনগরের ধুবুলিয়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন মমতা ব্যানার্জী।

আরও পড়ুন>>

Advertisement

তফশিলের আগেই বিজেপির ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৯ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা একই আসনে একে অপরের বিরুদ্ধে লড়বেন সাবেক স্বামী-স্ত্রী

এদিকে, তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকা ঘোষণার কিছুক্ষণ পরেই বিজেপিও তাদের প্রকাশ করে। গেরুয়া শিবিরের হয়ে রাজ্যে প্রচার করবেন ৪০ জন তারকা।

সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এখন পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা নাম নেই অভিনেতা রুদ্রনীল ঘোষের। লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে অভিমান হয়েছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিমানের কথা জানিয়েছেনও রুদ্রনীল। এর কয়েক ঘণ্টা পরেই রাজ্য বিজেপির তারকা প্রচারকদের তালিকায় নাম দেখা গেছে তার। এটিকে ক্ষতে প্রলেপ দেওয়ার মতো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজেপির তারকা প্রচারকের তালিকায় আরও রয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাজ্যসভার সাংসদ সদস্য শমীক ভট্টাচার্য প্রমুখ।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে মোট সাত দফায় ভোটগ্রহণ হবে। আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন চলবে ভোটগ্রহণ পর্ব। ফল ঘোষণা হবে ৪ জুন।

ডিডি/কেএএ/